মুরগি কিনতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল আইয়ুবের

কিশোরগঞ্জের ইটনায় মুরগি কিনতে গিয়ে পিটুনিতে এক ক্রেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের দিঘির পাড় আলগা পাড়া গ্ৰামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আফজাল মিয়ার খামারে মুরগি কিনতে যায় আইয়ুব আলী। তখন সিরিয়াল নিয়ে তর্ক হয় মুজিবুর মিয়ার সঙ্গে। একপর্যায়ে মুজিবুর মিয়ার ছেলেরা আইয়ুব আলীকে কিলঘুষি মারা শুরু করে। তখন স্থানীয়রা ধরাধরি টানাহেঁচড়া করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  বিএনপির কাছে যে আবেদন জানালেন জমিয়ত সভাপতি

নিহত আইয়ুব আলী (৬৮) উপজেলার সদর ইউনিয়নের এয়াকুব আলীর ছেলে।

নিহত আইয়ুব আলীর পরিবারের সদস্য বাহার উদ্দিন জানান, মুরগি কিনতে গিয়ে সিরিয়াল নিয়ে তর্ক-বিতর্ক থেকে মুজিবুর মিয়ার ছেলে সাব্বিরসহ তিন-চারজন তাকে পিটিয়ে মেরে ফেলেছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কাওসার আহমেদ জানান, রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

আরও পড়ুনঃ  ভারতীয় ক্রিকেটারদের আচরণ নিয়ে আইসিসিতে অভিযোগ জানাবে পিসিবি

ইটনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল হাসিম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা চলমান।

Source link

Facebook Comments Box
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular