এনসিপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন রুমন খান

জামালপুরের মাদারগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) যুব সংগঠন জাতীয় যুবশক্তি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন রুমন খান নামে এক নেতা। সেইসঙ্গে ভিডিও বার্তায় এনসিপির রাজনীতি ছাড়ারও ঘোষণা দেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে ওই নেতা নিজের (Rumon vai) নামে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ঘোষণা দেন।

রুমন খান উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের দিকপাড়া এলাকার বাসিন্দা।

আরও পড়ুনঃ  লিবিয়ার সেনাপ্রধানকে বহনকারী বিমান যোগাযোগ বিচ্ছিন্ন

পদত্যাগপত্রে রুমন খান লিখেছেন, ‘যুবশক্তি সংগঠনের একজন সংগঠক হিসেবে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। ব্যক্তিগত ও অনিবার্য কিছু কারণের জন্য বর্তমান সময়ে আমার পক্ষে সংগঠনের দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায়, আমি আজকের তারিখ থেকে যুবশক্তি সংগঠনের সংগঠক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করিলাম। আমার এই পদত্যাগপত্র গ্রহণ করে আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।’

আরও পড়ুনঃ  গণঅধিকারের যোগ দিয়ে বিএনপি নেতা পেলেন মনোনয়ন

এর আগে, গত ১৬ অক্টোবর জামালপুর জেলা জাতীয় যুবশক্তির ৪১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটি। এতে রুমন খান সংগঠক হিসেবে দায়িত্ব পান। দায়িত্ব পাওয়ার তিন মাসের মাথায় তিনি পদত্যাগ করলেন।

এ বিষয়ে রুমন খান কালবেলাকে বলেন, ‘ব্যক্তিগত কারণে আমি সংগঠন থেকে পদত্যাগ করেছি। সেইসঙ্গে এনসিপি রাজনীতি ছাড়ার ঘোষণাও দিয়েছি৷ আগামীর জন্য সকলের কাছে দোয়া চাই।

আরও পড়ুনঃ  ডলারের আধিপত্যের যুগ শেষ হতে চলেছে

জাতীয় যুবশক্তি জামালপুর জেলা শাখার আহ্বায়ক রাকিব হাসান বলেন, ‘বিষয়টি জানা নেই। আমাকে এখন পর্যন্ত জানানো হয়নি। এজন্য কোনো মন্তব্য করতে পারছি না।’



Source link

Facebook Comments Box
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular