বিএনপিতে যোগ দিলেন হিন্দু সম্প্রদায়ের ৫০ জনসহ দুই শতাধিক মানুষ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে মৎস্য আড়তদার ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় হিন্দু সম্প্রদায়ের অন্তত ৫০ জনসহ দুই শতাধিক মানুষ বিএনপিতে যোগদান করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) রাত ৮টায় মহিপুর মৎস্য বন্দরের সামনে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

আরও পড়ুনঃ  অস্ত্রসহ রগ কাটা ফজলু ডাকাত গ্রেপ্তার

সভায় ব্যবসায়ী, ইউপি সদস্য, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বন্দরের হিন্দু সম্প্রদায়ের ৫০ জনসহ দুই শতাধিক মানুষ ফুলের তোড়া দিয়ে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের হাতে দলীয়ভাবে যোগদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ফজলু গাজী, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক সজীব হাওলাদার।

আরও পড়ুনঃ  যমুনা গ্রুপে চাকরি, আবেদন করুন আজই

এ ছাড়াও উপস্থিতি ছিলেন লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান, থানা যুবদলের সভাপতি সিদ্দিক মোল্লা। স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদ খাঁন, সদস্যসচিব আতিকুর রহমান মিলন, শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হ্যান্ডলিং সমিতির সভাপতি আব্দুস সালাম হাওলাদার।



Source link

Facebook Comments Box
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular