ভারত সিরিজের জন্য চমক রেখে নিউজিল্যান্ডের দল ঘোষণা

তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি খেলতে আগামী মাসে ভারত সফরে যাচ্ছে নিউজিল্যান্ড। ১১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া দুই সিরিজের জন্য দল ঘোষণা করেছে কিউইরা। একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা করেছে কিউইরা। তবে ঘোষিত দলে জায়গা হয়নি কেইন উইলিয়ামসনের।

ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ, এরপর পাঁচ টি-টোয়েন্টি খেলবে দুই দল৷ এই সিরিজের পরপরই বিশ্বকাপ থাকায় ক্রিকেটারদের জন্য বেশ গুরুত্বপূর্ণ ভারত সিরিজ। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে কিউইদের নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল। টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার।

আরও পড়ুনঃ  দুপুরের খাবার সুবিধাসহ সুলতান’স ডাইনে চাকরি

টি-টোয়েন্টি সিরিজের দলে ফিরেছেন ম্যাট হেনরি, মার্ক চ্যাপম্যান। দুই ফরম্যাটের দলে ফিরেছেন কাইল জেমিসন। সাম্প্রতিক ভালো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ক্রিস্টিয়ান ক্লার্ক, বেভান জ্যাকবস, টিম রবিনসন, মিচেল রে ও জেডন লেনক্স।

ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, বিশ্রাম অথবা চোটের কারণে দলে নেই কেইন উইলিয়ামসনসহ জ্যাকব ডাফি, রাচিন রবীন্দ্র, উইল ও’রুর্কে ও ব্লেয়ার টিকনারের মতো ক্রিকেটাররা। ব্যস্ত সূচির কারণে ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করে খেলাচ্ছে নিউজিল্যান্ড৷

আরও পড়ুনঃ  লাইসেন্স ও গানম্যান পাচ্ছেন ওসমান হাদির বোন

টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফোকস, ম্যাট হেনরি, কাইল জেমিসন, বেভন জ্যাকবস, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম রবিনসন, ইশ সোধি।

ওয়ানডে স্কোয়াড: মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), আদি অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেভন কনওয়ে, জ্যাক ফোকস, মিচ হে, কাইল জেমিসন, নিক কেলি, জেডেন লেনক্স, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, মাইকেল রে, উইল ইয়ং।

আরও পড়ুনঃ  তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে প্রাণচাঞ্চল্য



Source link

Facebook Comments Box
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular