যশোর-৪ আসনে বাপ-ছেলের মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব ও তার ছেলে ফারহান সাজিদ মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং অফিসার ও বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকারের কার্যালয় থেকে তাদের পক্ষে দলীয় নেতা কর্মীরা মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

আরও পড়ুনঃ  দুপুরের খাবার সুবিধাসহ সুলতান’স ডাইনে চাকরি

মনোনয়ন পত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন, বাঘারপাড়া পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এখলাচ হোসেন, সহ-সভাপতি আব্দুস সালাম সৌদি, শওকত হোসেন মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক এফ এম আসলাম হোসেন, জহুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, ধলগ্রাম ইউনিয়নের সভাপতি খয়বার হোসেন মোল্লা প্রমুখ।

এ বিষয়ে বাঘারপাড়া পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু বলেন, ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব ভাইয়ের নির্দেশে বাপ-ছেলের (ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব ও তার ছেলে ফারহান সাজিদ) মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে। শুধু এবার নয়; এর আগেও একবার জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র তুলা হয়।

আরও পড়ুনঃ  বিপিএল শুরু হওয়ার আগেই রাজশাহীর অনন্য নজির

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব ভাইয়ের মনোনয়ন শেষ পর্যন্ত না টিকতে পারে; এমন সংশয়ের কারণে ছেলে ফারহান সাজিদ জন্যও মনোনয়ন নেয়া।

এর আগে গত ১৭ ডিসেম্বর বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রসুল মনোনয়ন পত্র সংগ্রহ করেন। ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী বায়জিদ হোসেন ১৮ ডিসেম্বর মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

আরও পড়ুনঃ  হাসনাতের পক্ষে মনোনয়ন ফরম নিলেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা



Source link

Facebook Comments Box
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular