লন্ডন থেকে আসা বিমানে বোমা হামলার হুমকি

লন্ডন থেকে যাত্রা করা ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়া গেছে। এরপরই সতর্ক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে উদ্বেগ-উৎকণ্ঠা পেরিয়ে ভারতের রাজিব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি নিরাপদে অবতরণ করেছে।

মঙ্গলবার দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, লন্ডন থেকে ভারতের হায়দ্রাবাদগামী ব্রিটিশ এয়ারওয়েজের বিমানে বোমা হামলার হুমকি আসে। এয়ারপোর্ট কাস্টমার সাপোর্ট সার্ভিসের ই-মেইলে পাঠানো এক বার্তায় অজ্ঞাত ব্যক্তি এ হুমকি দেন।

আরও পড়ুনঃ  উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হচ্ছে কি না, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

সোমবার হিথরো বিমানবন্দর থেকে উড্ডয়নের প্রাক্কালে হুমকি আসার সঙ্গে সঙ্গে ভারতীয় কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার করে। বিমানটি ভারতে অবতরণের পর নিরাপত্তা প্রটোকল মেনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু বিপজ্জনক কিছু পাওয়া যায়নি।

এদিকে একই রাতে আমস্টারডাম থেকে হায়দ্রাবাদগামী অপর ফ্লাইটেও হামলার হুমকি আসে। সেটিও ভারতে নিরাপদে অবতরণ করেছে।

ভারতীয় কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা সচল রাখা হয়েছে। যে কোনো ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ রুখে দিতে তারা প্রস্তুত।

আরও পড়ুনঃ  এনসিপি নেতাকে গুলির ঘটনায় গ্রেপ্তার সেই নারীর পরিচয়



Source link

Facebook Comments Box
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular