২৫ ডিসেম্বরের পর মিত্রদের নিয়ে যে সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি

বিএনপির মিত্রদের কে কোন আসনে নির্বাচন করবেন, তা আজ-কালের মধ্যে অথবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার পরই ঘোষণা করা হবে। তবে সংশোধিত আরপিও এবং প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থী বিবেচনায় নির্বাচনে শরিকদের ‘বিজয় নিশ্চিতে’ বিশেষ কৌশল গ্রহণ করেছে বিএনপি।

এর অংশ হিসেবে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের ‘অনিবন্ধিত’ মিত্র দল ও জোটের শীর্ষ নেতা, যাদের বিএনপি মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাদের দলে যোগদান করিয়ে ‘ধানের শীষ’ নিশ্চিত করা হচ্ছে।

এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘আসন সমঝোতা’ নিয়ে শরিকদের সঙ্গে ‘আনুষ্ঠানিক’ আলোচনাও শেষ করেছে দলটি।

দলীয় সূত্র জানায়, এরই মধ্যে যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে অন্তত দুটি দল বিএনপিতে যোগদান করে নিজেদের মনোনয়ন নিশ্চিত করেছে। ‘অনিবন্ধিত’ দলগুলোর আরও দু-একজন শীর্ষ নেতার আসন নিশ্চিত করার ব্যাপারেও আলোচনা চলছে।

আরও পড়ুনঃ  আগুনে শিশুর মৃত্যু, ৪ দিন পর বিএনপি নেতার মামলা 

অন্যদিকে নিবন্ধিত দলগুলোর শীর্ষ নেতারা, যাদের ‘জাতীয় পর্যায়ে পরিচিতি’ রয়েছে, তাদের আসনও অনেকটাই নিশ্চিত। দলীয় সাংগঠনিক ভিত্তি মজবুত না হলেও জোটের ঐক্যের স্বার্থে তাদের এরই মধ্যে আশ্বস্ত করে ‘সবুজ সংকেত’ দেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে এটি এখন ঘোষণার অপেক্ষা। বিএনপি সূত্রে এমন তথ্য জানা গেছে।

জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালবেলাকে বলেন, ‘আসন্ন নির্বাচনে আসন সমঝোতা নিয়ে শরিকদের সঙ্গে এরই মধ্যে আমাদের আলোচনা হয়েছে। আশা করছি, বিষয়টি দু-এক দিনের মধ্যেই সুরাহা হয়ে যাবে, এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।’ শরিকদের সঙ্গে কয়টি আসনে সমঝোতা হতে পারে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এজন্য আরেকটু অপেক্ষা করতে হবে। এখন কিছুই বলা যাবে না।’

আরও পড়ুনঃ  হাদি হত্যা: ফয়সালের সহযোগী কবির ফের রিমান্ডে

জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালবেলাকে বলেন, ‘আসন্ন নির্বাচনে আসন সমঝোতা নিয়ে শরিকদের সঙ্গে এরই মধ্যে আমাদের আলোচনা হয়েছে। আশা করছি, বিষয়টি দু-এক দিনের মধ্যেই সুরাহা হয়ে যাবে, এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।’ শরিকদের সঙ্গে কয়টি আসনে সমঝোতা হতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এজন্য আরেকটু অপেক্ষা করতে হবে। এখন কিছুই বলা যাবে না।’

আরও পড়ুনঃ  পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় সামরিক সহায়তা

নির্বাচন সামনে রেখে এখন পর্যন্ত দুই দফায় মোট ২৭২ আসনে সম্ভাব্য প্রার্থিতা ঘোষণা করেছে বিএনপি। এর ফলে ফাঁকা রয়েছে আর ২৮ আসন। বিএনপি থেকে বলা হয়েছে, এই ফাঁকা আসনগুলোতে মূলত শরিকরাই নির্বাচন করবেন। অবশ্য জোট নেতাদের অভিযোগ, বিএনপির চাওয়া অনুযায়ী দল ও জোটের প্রার্থী তালিকা জমা দিলেও কোনো আলোচনা ছাড়াই একতরফাভাবে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আর নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর।



Source link

Facebook Comments Box
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular