অপহরণের পর লোটো শোরুম মালিককে হত্যা

বগুড়ার দুপচাঁচিয়ায় অপহরণের পর লোটো শোরুমের স্বত্বাধিকারী পিন্টু আকন্দকে (৩৫) হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে আদমদীঘি উপজেলার শালগ্রাম কোমরপুর এলাকায় দুর্বৃত্তরা হত্যা করে মাইক্রোবাসসহ ফেলে রেখে যায়।

নিহত পিন্টু আকন্দ নওগাঁর রানীনগর থানার লোহাচড়া গ্রামের বাসিন্দা। তিনি সদরের সিও অফিস বাসস্ট্যান্ড সংলগ্ন বাজারে লোটো শোরুম দিয়ে ব্যবসা করছিলেন।

আরও পড়ুনঃ  যমুনা গ্রুপে চাকরি, আবেদন করুন আজই

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২২ ডিসেম্বর) রাত ৯টার দিকে দুপচাঁচিয়া উপজেলা সদরে তার ব্যাবসাপ্রতিষ্ঠান থেকে ৪-৫ জনের একদল দুর্বৃত্ত সাদা রঙের মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে যায়। পরে আদমদীঘি উপজেলার শালগ্রাম কোমরপুর এলাকায় হত্যা করে মাইক্রোবাসসহ ফেলে রেখে যায়।

এ ঘটনায় মাইক্রোবাস চালক সানোয়ার হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সানোয়ার দুপচাঁচিয়া উপজেলার সাজাপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

আরও পড়ুনঃ  লন্ডন থেকে আসা বিমানে বোমা হামলার হুমকি

এ বিষয়ে আদমদীঘি সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ হোসেন, আদমদীঘি থানার ওসি আতাউর রহমান ও দুপচাচিয়া থানার ওসি সঙ্গীয় অফিসারসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন বলেন, অপহরণ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  অস্ত্রসহ রগ কাটা ফজলু ডাকাত গ্রেপ্তার



Source link

Facebook Comments Box
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular