রিয়ালের বেঞ্চ ছেড়ে ফরাসি চ্যালেঞ্জ নেওয়ার পথে এনড্রিক

রিয়াল মাদ্রিদের সাদা জার্সিতে স্বপ্নের শুরুটা যতটা রোমাঞ্চকর ছিল, বাস্তবতা ততটাই কঠিন। ম্যাচের পর ম্যাচ বেঞ্চে বসে থাকা, মিনিটের অভাবে থমকে যাওয়া—এই বাস্তবতা থেকেই নতুন ঠিকানা খুঁজছেন রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এনড্রিক। আর সেই খোঁজের শেষটা হতে যাচ্ছে ফ্রান্সে।

১৯ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এনড্রিককে আগামী জানুয়ারি থেকে জুন ২০২৬ পর্যন্ত ধারে নিচ্ছে অলিম্পিক লিওঁ। ফরাসি সংবাদমাধ্যম ল’একিপ জানিয়েছে, রিয়াল মাদ্রিদ ও লিওঁর মধ্যে লোন চুক্তি প্রায় চূড়ান্ত, যেখানে কেনার কোনো শর্ত থাকছে না। চুক্তি অনুযায়ী, আগামী ছয় মাসের বেতনের অর্ধেক হিসেবে লিওঁকে দিতে হবে প্রায় ১০ লাখ ইউরো।

আরও পড়ুনঃ  মুরগি কিনতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল আইয়ুবের

প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই আনুষ্ঠানিক স্বাক্ষর সম্পন্ন হওয়ার কথা। লিওঁতে যোগ দিলে এনড্রিক পরবেন ঐতিহ্যবাহী ৯ নম্বর জার্সি—যে নম্বর একসময় ব্রাজিলিয়ান কিংবদন্তি সনি অ্যান্ডারসন পরেছিলেন ১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত।

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামার সুযোগ প্রায় পাননি এনড্রিক। সব মিলিয়ে খেলেছেন মাত্র ১১ মিনিট। সেই সীমিত সুযোগই তাকে নিয়মিত খেলার পথ খুঁজতে বাধ্য করেছে। লিওঁতে তিনি কাজ করবেন পর্তুগিজ কোচ পাওলো ফনসেকার অধীনে। ফরাসি ক্লাবটি বর্তমানে লিগ ওয়ানে পাঁচ নম্বরে রয়েছে এবং ইউরোপা লিগে দারুণ ফর্মে—ছয় ম্যাচে পাঁচ জয়।

আরও পড়ুনঃ  আগুনে শিশুর মৃত্যু, ৪ দিন পর বিএনপি নেতার মামলা 

এনড্রিকের লক্ষ্য স্পষ্ট—নিয়মিত ম্যাচ খেলে নিজেকে প্রমাণ করা। সামনে ২০২৬ বিশ্বকাপ, যা হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ব্রাজিল জাতীয় দলের হয়ে ইতোমধ্যে ১৪টি ম্যাচ খেলা এই তরুণ ফরোয়ার্ড চান কার্লো আনচেলত্তির পরিকল্পনায় আবার ঢুকে পড়তে। সেই পথেই লিওঁ হতে পারে তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ।

রিয়ালের তারকাখচিত আক্রমণভাগে জায়গা করে নেওয়া এখনই সম্ভব নয়—এ কথা বুঝেই হয়তো এনড্রিকের এই সিদ্ধান্ত। ফ্রান্সের মাটিতে নিজেকে নতুন করে গড়ে তোলার সুযোগই এখন তার সবচেয়ে বড় বাজি।

আরও পড়ুনঃ  অপহরণের পর লোটো শোরুম মালিককে হত্যা



Source link

Facebook Comments Box
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular